যেভাবে বুঝবেন আপনার মোবাইলটি আসল না নকল!


যেভাবে বুঝবেন আপনার মোবাইলটি আসল না নকল!

দাম দিয়ে তো ফোন কিনলেন? কিন্তু আপনি কি জানেন বিক্রেতা যে ফোনটি বিক্রি করছে সেটা আসল না নকল। এখন তো দামি ব্র্যান্ডের ফোনেরও নকল হওয়া এমন কিছু নয়। ফলে, ফোনের গুনগত মান কিংবা ফোনটি আসল কিনা তা নিয়ে সন্দেহ থেকেই থাকে। কিন্তু এক মিনিটেই আপনি যাচাই করতে পারবেন ফোনটি আসল না নকল। ভাবছেন কীভাবে? আমার-আপনার সবারাই জানা, কিন্তু আসল সময়ে বিষয়টি নজরে আসে না।

যাই হোক, এক মিনিটেই দেখে নিন আপনার সখের ফোনসেট অর্জিনাল নাকি নকল? আপনের IMEI number দিয়েই সহজেই মোবাইলের যাবতীয় তথ্য বের করা যাবে। যদি ফোনের সকল তথ্য বের হয় তা হলে সেটা হবে অর্জিনাল ফোন। আর আজে বাজে কিছু আসলে ধরে নিতে হবে ফোনের মধ্যে সমস্যা রয়েছে। প্রথমে ফোনের *#06# চাপুন। দেখবেন ১৫ টি সংখার imei নম্বর আসছে। সেটা ভালো করে যাচাই করে নিন, তাহলে আপনি বুঝতে পারবেন যে ফোনটি আপনি কিনলেন সেটা আসল না নকল।

শেয়ার করুন

লেখকঃ

পূর্ববর্তী পোষ্ট
পরবর্তী পোষ্ট