আপনি কি স্মার্টফোনের নেশায় আক্রান্ত? জেনে নিন ৮ লক্ষণে


                             
                       আপনি কি স্মার্টফোনের নেশায় আক্রান্ত? জেনে নিন ৮ লক্ষণে
নেশা প্রতিটি মানুসেরই থাকে সেটা চা খাওয়ার হতে পারে। হতে পারে পান বা কোকাকোলা অথবা অন্য কিছুর। আপনার স্মার্টফোন নেশা রয়েছে কি না, বুঝবেন কিভাবে? নিচে দেওয়া কয়েকটি লক্ষণ মিলিয়ে নিন। যদি লক্ষণগুলো মিলে যায় তাহলে বুঝতে হবে আপনার স্মার্টফোন নেশা রয়েছে। এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া।

১. আপনি বাথরুমেও স্মার্টফোন ব্যবহার করেন।

২. আপনি কি নিজের সঙ্গে কিছুক্ষণের জন্যও স্মার্টফোন না থাকলে আতঙ্কিত হয়ে পড়েন? বিশেষ করে কোনো কারণে ফোনটি পাওয়া না গেলে চোখে অন্ধকার দেখেন?

৩. আপনি স্মার্টফোনের মাধ্যমে অন্যের সঙ্গে পরিচিত হন এবং তার সঙ্গে স্মার্টফোনেই অনলাইন ব্যবহার করে যোগাযোগ করেন?

৪. আপনার স্মার্টফোন অতিরিক্ত ব্যবহার করার কারণে বেশিক্ষণ চার্জ থাকে না?

৫. আপনি অন্যান্য খরচ কমিয়ে স্মার্টফোনের বিল পরিশোধের জন্য অর্থ সঞ্চয় করছেন?

৬. আপনার স্মার্টফোনে ৩০ বা তারও বেশি অ্যাপ রয়েছে এবং আপনি বিভিন্ন কাজে এসব অ্যাপ ব্যবহার করেন?

৭. আপনার স্মার্টফোনে অ্যালার্ম বা রিমাইন্ডার হিসেবে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় লিপিবদ্ধ আছে এবং আপনি সেগুলোর ওপর নির্ভর করেন?

৮. আপনার স্মার্টফোনের বিভিন্ন অ্যাক্সেসরিজের জন্য আপনি বহু অর্থ ব্যয় করেন? ওপরের লক্ষণগুলো যদি আপনার ক্ষেত্রে মিলে যায় তাহলে তা সত্যিই উদ্বেগের বিষয়। কারণ আপনার স্মার্টফোনের নেশা রয়েছে এবং তা দ্রুত নিরাময় করা প্রয়োজন

শেয়ার করুন

লেখকঃ

পূর্ববর্তী পোষ্ট
পরবর্তী পোষ্ট