জীবনে কোন ধরনের বন্ধু প্রয়োজন, জেনে নিন
জীবনে কোন ধরনের বন্ধু প্রয়োজন, জেনে নিন
জীবন চলার পথে আমরা অনেক সময় বাঁক হারিয়ে ফেলি। অনেক সাবধানী মানুষও ভুল করে বসে জমা খরচের খাতায়। কিছু হিসেব যেনো কিছুতেই মিলতে চায় না। ঠিক সেই সময় জীবনে কোন ধরনের বন্ধু প্রয়োজন, আসুন জেনে নিই।
খাঁটি বন্ধু
এই ধরনের বন্ধুরা নিজেদের অভিজ্ঞতা থেকে বা বিচার-বুদ্ধি থেকে দারুণ সাজেশন দেন। যে কথা অন্যরা উপদেশের মতো করে বলেন, সেই কথাই এরা আপনার মনের মতো করে বুঝিয়ে বলেন। এদের মূল্যবান কথা জীবনের অত্যন্ত কঠিন সময়ে আপনার অক্সিজেন হয়ে ওঠে।
বিদ্রোহী বন্ধু
এই ধরনের বন্ধুরা আমাদের সবার জীবনের গোপন অনুপ্রেরণা। যে মোটিভেশন ও সাহসের সঙ্গে এরা নিজেদের জীবন কাটান তা আমাদের উদ্বুদ্ধ করে। এরা যেহেতু নিজেদের ইচ্ছামতো জীবন কাটান তাই অনেক সময় বন্ধুত্ব রক্ষা করা কিছুটা সমস্যা হয়ে দাঁড়ায়। আবার বিপরীত চরিত্রের মানুষ হওয়া সত্ত্বেও আপনাদের দু’জনের বন্ধুত্ব দেখে অনেকে অবাকও হন। আপনার জীবনের চেপে রাখা ইচ্ছার আয়না হন এই বন্ধুরা।
ধৈর্যশীল শ্রোতা
এরা অনেকটা ভ্যাকুম ব্যাগের মতো। আপন সব কথা একটুও বিরক্ত না হয়ে শুনে যান এরা। দুঃখের কথা খুলেই বলুন বা মনে জমিয়ে রাখা সব রাগ ঝেড়ে ফেলুন। এরা সব সময় আপনার কথা শুনবে ধৈর্য্য ধরে। সমাধান দিতে পারুন বা না পারুন অন্যের সমস্যার কথা শুনতে কতজন সময় দেন?
ফ্রেন্ড ফর আ লাইফ
এরা আপনাকে ছোটবেলা থেকে চেনেন। আপনাকে বড় হতে, সফল হতে, বদলে যেতে দেখেছেন। আপনার ব্রেকআপ, সম্পর্ক, পারিবারিক কথা সব এরা জানেন। সব সময়ই আপনি এদের কাছে সমান গ্রহণযোগ্য। এদের কখনও হারাবেন না। এরা আপনার পরিবারের একটি অংশ।
বুদ্ধিমান বন্ধু
যাকে বলে সবজান্তা, জ্ঞানী গোছের। যে কোনও সমস্যায়, প্রয়োজনে এরা ঠিক কোনো না কোনোভাবে আপনাকে সাহায্য ক