প্রথমআলাপেই যে কোনও মেয়ের মন জয় করতে ৬টি টিপস

Jakir Hossain
প্রথমআলাপেই যে কোনও মেয়ের মন জয় করতে ৬টি টিপস

 কতবার এরকমটা হয়েছে, বাসে বা রাস্তায়, কলেজে অথবা রেঁস্তোরায় কোনও মেয়েকে দেখে ভাল লেগে গিয়েছে। ইচ্ছে হয়েছে আলাপ জমানোর। কিন্তু কিছুতেই ভেবে পাননি যে, তার সঙ্গে আলাপ জমাবেন কীভাবে। এগিয়ে যাওয়ার সাহস হয়তো সঞ্চয় করলেন, কিন্তু প্রথম কথা বলতে গিয়ে পুরো ব্যাপারটাই ঘেঁটে গেল। এরকম পরিস্থিতিতে আপনার কী করা উচিৎ? কোনটাই বা উচিৎ নয়? রইল ৬টি টিপস-

১. আলাপ জমানোর বহুল ব্যবহৃত লাই‌নগুলো বাদ দিন:
‘তোমাকে কোথায় যেন দেখেছি আগে’, ‘আমার মোবাইলটা হারিয়ে ফেলেছি, তোমার ফোন থেকে একটা মিসড কল দেবে, প্লিজ’— মেয়েদের সঙ্গে আলাপ জমানোর জন্য মান্ধাতার আমল থেকে চলে আসা এই লাইনগুলো যে কোনও মেয়েই জীবনে হাজার বার শুনেছে। কাজেই ওই একই কথা তাকে আরও একবার শুনিয়ে তার বিরক্তি আর বাড়াবেন না। বরং নতুন কিছু ভাবুন।

২. ওভারস্মার্ট হওয়ার চেষ্টা করবেন না:
কোনও কিছুই অতিরিক্ত হওয়া ভাল নয়, এমনকী স্মার্টনেসও। কোনও মেয়ের সঙ্গে আলাপ জমানোর সময়ে এই বিষয়টি মাথায় রাখুন। মনে রাখবেন, আলাপ জমানোর জন্য কথাবার্তা তার সঙ্গে গভীরতর সম্পর্ক তৈরি করার প্রথম ধাপ মাত্র। তাই তার সঙ্গে বলা প্রথম দু’একটা কথাতেই তার হৃদয়ের একেবারে বেতাজ বাদশা হয়ে বসবেন বলে যদি ভাবেন, তাহলে সেটা বাড়াবাড়ি হবে। কাজেই ‘আমি কি তোমার ফোন নাম্বারটা পেতে পারি?’ জাতীয় প্রশ্ন দিয়ে কথা শুরু করতে যাবেন না। বরং ‘তোমার হাতে ওই বইটা কি কাজী নজরুল ইসলামের লেখা?’-র মতো প্রশ্ন অনেক বেশি কার্যকর।

৩. এমন কোনও কথা বলুন যেটা সেই পরিবেশে একদম স্বাভাবিক বলে মনে হয়:
কথা শুরু করুন এমন কোনও বিষয়কে কেন্দ্র করে যেটা সেই পরিবেশে একদম স্বাভাবিক বলে মনে হয়। যখন কোনও রেস্তোঁরায় বসে কথা বলছেন কোনও মেয়ের সঙ্গে তখন বলতে পারেন, ‘এখানে আগে কখনও খাইনি, কোন খাবারটা এখানে ভাল হবে বলতে পার?’। বা কোনও বইয়ের দোকানে কোনও মেয়ের সঙ্গে কথা বলতে গিয়ে বলুন, ‘আচ্ছা, যদি কিছু মনে না করো, আমার বোন পড়ে ক্লাস টেনে, ও ক্রাইম থ্রিলারের খুব ভক্ত। আমি তো বইয়ের তেমন খোঁজখবর রাখি না। বোনের জন্মদিনে কী উপহার দেব, কিছু সাজেস্ট করতে পারো?’

৪. এমন কোনও প্রশ্ন করুন যার উত্তর ‘হ্যাঁ’ বা ‘না’-তে দেওয়া সম্ভব নয়:
কোনও বাসে কোনও মেয়ের সঙ্গে আলাপ জমাতে গিয়ে যদি জিজ্ঞাসা করেন, ‘আচ্ছা, এই বাসটা কি ধানমন্ডি যাবে?’, তাহলে সে ‘হ্যাঁ’, ‘না’, অথবা ‘জানি না’ জাতীয় কোনও উত্তর দিয়ে চুপ করে যাবে। সেক্ষেত্রে তারপর তার সঙ্গে কথা এগোনো কঠিন হবে। বরং এমন বলা উচিত এদিকের রাস্তাঘাট ভাল চিনি না। ধানমন্ডি কীভাবে যাব একটু বলতে পারো?’’

৫. ভদ্রতা বজায় রাখুন:
ভদ্রতা আর শালীনতার সীমা অতিক্রম করে কোনওদিন কোনও মেয়েকে ইমপ্রেস করা যায় না। কাজেই আপাদমস্তক ভদ্রতা রেখেই তার সঙ্গে কথা বলুন। মেয়েদের ওড়না টেনে ধরে তার সঙ্গে আলাপ জমিয়ে তার মন জয় করার মতো উদ্ভট ঘটনা সিনেমায় ঘটতে পারে, বাস্তবে ঘটে না।

৬. অন্য কোনও উদ্দেশ্য মাথায় রাখবেন না:
যখন কোনও মেয়ের সঙ্গে প্রথম কথা বলছেন তখন সেই আলাপকে প্রাথমিকভাবে একটা বন্ধুত্বের প্রথম ধাপ বলেই ভাবুন। তারপর সেই সম্পর্ক নিজের ছন্দে যেদিকে এগোয় এগোতে দিন। কিন্তু প্রথম আলাপের সময়েই যদি ভাবেন, ‘একদিন এই মেয়েকেই আমি আমার বউ করব’ বা এই জাতীয় কিছু, তাহলে কিন্তু আপনি স্বাভাবিকভাবে মিশতে পারবেন না তার সঙ্গে। কাজেই এই ধরনের ভাবনাকে প্রথমেই প্রশ্রয় দেবেন না। একেবারে খোলা মনে মিশুন।

*ছেলেদের দেখলে মেয়েরা ওড়না ঠিক করে কেন?  
নারীদের বলা জনপ্রিয় ১৩টি মিথ্যা 

শেয়ার করুন

লেখকঃ

পূর্ববর্তী পোষ্ট
পরবর্তী পোষ্ট