কেমন হবে ঈদের দিনের সাজ

jakir hossain
 কেমন হবে ঈদের দিনের সাজ

ঈদ মানেই আনন্দ আর এই আনন্দ এর দিনে সবাই একটু সাজতে চান কিন্ত কিভাবে সাজবেন।আজকের আলোচনা হবে কিভাবে সাজবেন ঈদের দিনে। একটু সময় নিয়ে ঈদের দিনে বেরিয়ে পড়ুন বাইরে আর নিজেকে উপস্থাপন করুন অনন্য ভাবে।

সকালের সাজ:
ঈদের দিনে সকালে একটু কাজের চাপ বেশি থাকে তাই একটু হালকা ধরনের পোশাক পরূন যেন স্বাভাবিক ভাবেই সব কাজ করতে পারেন। এ সময় হালকা লিপিষ্টিক ,ফেসপাউডার ও সাথে মানান করে একটি টিপও পরতে পারেন।
দূপুরের সাজ:
গরমের সময় ঈদে দূপুরে বাড়িতেই অবস্থান করূন কারন এতে করে ক্লান্তি কম হবে । এ সময় হালকা রংয়ের পোশাক পরূন।ঠোট লিপগ্লাসও চোখে আই লাইনার ব্যাবহার করতে পারেন।পোশাকের সাথে মিলিয়ে হালকা গহনা পরূন।
রাতের সাজ:

বাইরে গেলে শাড়ি পরূন কারন শাড়িতে বাঙালাী নারীকে খুব ভাল মানায়।মূখে গলায় কম্প্যাক্ট পাউডার ব্যাবহার করূন।ঠোটে লিপিষ্টিক ,চোখ আইলাইনার হাতে হাত ভর্তি চুড়ি পরতে পারেন। গলায় ও কানে হালকা গহনা পরতে পারেন।কুমকুম ব্যাবহার করে কপালে বড় টিপ  দিতে  পারেন।

শেয়ার করুন

লেখকঃ

পূর্ববর্তী পোষ্ট
পরবর্তী পোষ্ট
March 4, 2022 at 5:08 PM

The best new slots, casino and jackpot games in Las Vegas - Jtm
The 경상남도 출장안마 best new slots, 계룡 출장안마 casino and jackpot games in Las 김해 출장샵 Vegas 제주 출장안마 - JTM Hub 계룡 출장샵

Reply
avatar