কম বয়সী মেয়েরা যা করে মোবাইলে!

কম বয়সী মেয়েরা যা করে মোবাইলে!
cell phone girl
 কম বয়সী মেয়েরা যা করে মোবাইলে!
দিনের অনেকটা সময় মোবাইলে গেম খেলে কাটান মহিলারা। বিশেষ করে কম বয়সী মেয়েরাই নাকি এই গেম খেলার দিকে বেশি ঝুঁকছেন। অন্তত এমনটাই বলছে সমীক্ষা।

সম্প্রতি, ভারত সহ ১২টি দেশের উপর একটি সমীক্ষা চালানো হয়। সেখানে দেখা যায়, প্রায় প্রতিটি দেশেই এই ট্রেন্ডটি একই দিকে।

দেখা গেছে কয়েকটি বিশেষ ধরণের মোবাইল গেমই এই মহিলাদের পছন্দ।

সমীক্ষায় আরও বলা হয়েছে, এই মোবাইল গেম অ্যাপগুলি সামনে আসায়, চলতি বছর প্রায় ৩ হাজার ৬০০ কোটি মার্কিন ডলার রাজস্য আদায় হতে চলেছে। আর তা রেকর্ড বলেই ধরে নেওয়া হচ্ছে।

পায়ের গোড়ালি ফাটা রোধে কিছু টিপস

পায়ের গোড়ালি ফাটা রোধে কিছু টিপস
foot photo

 পায়ের গোড়ালি ফাটা রোধে কিছু টিপস
 গরম অথবা শীত অনেকেই পায়ের গোড়ালি ফাটার সমস্যা ভোগেন। এটি যেমন আপনার পায়ের সৌন্দর্য নষ্ট করে তেমনি আপনি অনায়াসে কোন জুতো জোড়া পরতে পারেন না। তবে ঘরোয়া কিছু টিপস আপনাকে অনায়াসে দিতে পারে এর থেকে মুক্তি। চলুন জেনে নেই উপায়সমূহ।

তিলের তেল:

কর্কশ গোড়ালি একটি সাধারণ সমস্যা কিন্তু তিলের তেল ব্যবহারে খুব সহজে এ থেকে আপনি রক্ষা পেয়ে যাবেন। বিছানায় যাবার আগে আপনার কর্কশ পায়ের উপর এটি প্রয়োগ করুন এবং পরের দিন থেকেই আপনি পার্থক্য বুঝতে পারবেন।

গ্লিসারিন ও গোলাপ জল:

গ্লিসারিন এবং গোলাপ-জলের একটি মিশ্রণ তৈরি করুন এবং টানা ১৫ দিন আপনার পায়ে এই মিশ্রণ ব্যবহার করুন। আপনি ফলাফল দেখে বিস্মিত হতে পারেন।

কলা:
পাকা কলা আক্রান্ত স্থানে লাগিয়ে রাখতে পারেন। এতেও খুব শীঘ্রই সমস্যার সমাধান হবে।
গলা ও ঘাড়ের কালো দাগ দূর করার জাদুকরী উপায়!
যে খাবারগুলো লম্বা হতে সাহায্য করে
যেসব খাবার উজ্জ্বল রাখবে ত্বকlপেটের মেদ কমাতে যা করবেন

পেটের মেদ কমাতে যা করবেন

পেটের মেদ কমাতে যা করবেন
Jakir hossain
 পেটের মেদ কমাতে যা করবেন
আজকাল অনেকেই পেটে জমা বাড়তি মেদ নিয়ে চিন্তায় আছেন। স্বাস্থ্য বেশি নয় কিন্তু পেটে মেদ জমছে এটা একটা কমন সমস্যা হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে কর্পোরেট লাইফে ৮/১০ ঘণ্টা কম্পিউটারের সামনে বসে কাজ করতে হয় যাদের, তারাই বেশি বাড়তি মেদের ঝামেলায় আক্রান্ত। তবে সমাধান জানা থাকলে কোনো সমস্যাই বেশিদিন টিকতে পারে না। কয়েকটি নিয়ম মেনে চললেই আপনার বাড়তি মেদ ঝরে পড়বে।

মেদ কমানোর উপায়:
- সপ্তাহে অন্তত: ৪দিন ১ ঘণ্টা দৌড়ান। মেদ পড়িমরি করে পালাবে। কিংবা প্রতিদিন নিয়ম করে হাঁটুন ঘণ্টাখানেক। হাঁটা বা দৌঁড়ানোর জন্য ভোর কিংবা বিকেলের পরের সময়টা ভালো। হাঁটা বা দৌড়ানোর সুযোগ যাদের নেই তারা নিজের বাসায় নির্দিষ্ট একটি জায়গাকে জগিং স্পট বানিয়ে জগিং করুন। তবে মনে রাখবেন ব্যায়ামের জন্য জুতা খুবই গুরুত্বপূর্ণ একটি অনুষঙ্গ। এজন্য বেছে নিন স্পোর্টস সু।
- সকালে নাশতার সঙ্গে এক মগ সবুজ চা (গ্রিন টি) রাখুন। অবশ্যই এতে চিনি দেবেন না, মিষ্টি খেতে চাইলে মধু মেশান। আজকাল বাজারে পাওয়া মধুর বেশিরভাগই ভেজাল মধু। তাই মিষ্টিবিহীন চা খেতে চেষ্টা করুন। নেহায়েত না পারলে খাঁটি মধু সংগ্রহ করবেন। যারা সকালে মিষ্টিবিহীন এক মগ চা খাবার কথা শুনে মুখ শুকিয়ে ফেললেন তাদের জন্যও টিপস আছে। রাতে শোয়ার আগে এক মগ গরম পানিতে একটা টি ব্যাগ (সবুজ চা) ফেলে রাখুন। ঠাণ্ডা হলে ফুরুৎ করে গিলে ফেলুন।
- টক দই খেতে পারেন। টক দই খেলে মেদ ঝরে পড়ার পাশাপাশি ত্বক সুন্দর হবে, পেট পরিষ্কার থাকবে। যারা টক দই খেতে অপছন্দ করেন, তারা একটা কাজ করবেন। ফ্রিজে একটা কাপে টক দই ও চামচ রাখুন। কাজের ফাঁকে বা হাঁটাচলার মধ্যেই ফ্রিজ খুলে চামচের আগায় একটু টক দই নিয়ে গিলে ফেলুন। ধীরে ধীরে পরিমাণ বাড়ান। এক সপ্তাহ যেতে দিন, তারপর দেখুন কেমন অভ্যাস হয়ে গেছে আর টক দই খেতেও তেমন খারাপ লাগছে না। টক দই খাওয়ার পরিমাণ হলো একবারে এককাপের বেশি খাবেন না। সালাদ বা ফলের সঙ্গে মিশিয়েও টক দই খাওয়া যায়। দুপুরে এক কাপ ভাত স্রেফ টক দই দিয়েই খেতে পারেন।
- প্রতিদিন লেবু পানি খেতে পারেন। হালকা গরম পানিতে লেবু চিপে সামান্য লবণ মিশিয়ে খেয়ে নিন। বাসায় খাঁটি মধু থাকলে লেবু পানিতে মধু দিয়ে নেড়ে নিন।
- সাদা ভাতের বদলে লাল চালের ভাত, গমের রুটি, ওটস খেতে পারেন।
- প্রতিদিন কমপক্ষে ৮ গ্লাস পানি পান করুন।
- দারচিনি, আদা, গোলমরিচ এবং কাঁচামরিচের ঝাল খান। রান্নায় ব্যবহৃত এ মশলাগুলো শরীরে বাড়তি মেদ জমতে দেয় না।
আপাতত এই টিপসগুলো থেকে প্রথম তিনটা মেনে চলার চেষ্টা করুন। ধীরে ধীরে বাকিগুলো রপ্ত করুন। তাছাড়া ফিগারটা ফিটফাট রাখতে চাইলে একটু কষ্ট তো করতেই হবে। আর মাসখানেক পর আয়নার সামনে দাঁড়িয়ে দেখুন মনটা কতো ভালো হয়ে গে

*বাংলাদেশের কোন জেলার মেয়েরা সবচেয়ে বেশী প্রেম করে?  
*অবিবাহিতা মেয়ে কিভাবে চিনবেন !!  
*যে অঙ্গটি দেখে বুঝতে পারবেন মেয়েটি ভাল না খারাপ  

প্রথমআলাপেই যে কোনও মেয়ের মন জয় করতে ৬টি টিপস

প্রথমআলাপেই যে কোনও মেয়ের মন জয় করতে ৬টি টিপস
Jakir Hossain
প্রথমআলাপেই যে কোনও মেয়ের মন জয় করতে ৬টি টিপস

 কতবার এরকমটা হয়েছে, বাসে বা রাস্তায়, কলেজে অথবা রেঁস্তোরায় কোনও মেয়েকে দেখে ভাল লেগে গিয়েছে। ইচ্ছে হয়েছে আলাপ জমানোর। কিন্তু কিছুতেই ভেবে পাননি যে, তার সঙ্গে আলাপ জমাবেন কীভাবে। এগিয়ে যাওয়ার সাহস হয়তো সঞ্চয় করলেন, কিন্তু প্রথম কথা বলতে গিয়ে পুরো ব্যাপারটাই ঘেঁটে গেল। এরকম পরিস্থিতিতে আপনার কী করা উচিৎ? কোনটাই বা উচিৎ নয়? রইল ৬টি টিপস-

১. আলাপ জমানোর বহুল ব্যবহৃত লাই‌নগুলো বাদ দিন:
‘তোমাকে কোথায় যেন দেখেছি আগে’, ‘আমার মোবাইলটা হারিয়ে ফেলেছি, তোমার ফোন থেকে একটা মিসড কল দেবে, প্লিজ’— মেয়েদের সঙ্গে আলাপ জমানোর জন্য মান্ধাতার আমল থেকে চলে আসা এই লাইনগুলো যে কোনও মেয়েই জীবনে হাজার বার শুনেছে। কাজেই ওই একই কথা তাকে আরও একবার শুনিয়ে তার বিরক্তি আর বাড়াবেন না। বরং নতুন কিছু ভাবুন।

২. ওভারস্মার্ট হওয়ার চেষ্টা করবেন না:
কোনও কিছুই অতিরিক্ত হওয়া ভাল নয়, এমনকী স্মার্টনেসও। কোনও মেয়ের সঙ্গে আলাপ জমানোর সময়ে এই বিষয়টি মাথায় রাখুন। মনে রাখবেন, আলাপ জমানোর জন্য কথাবার্তা তার সঙ্গে গভীরতর সম্পর্ক তৈরি করার প্রথম ধাপ মাত্র। তাই তার সঙ্গে বলা প্রথম দু’একটা কথাতেই তার হৃদয়ের একেবারে বেতাজ বাদশা হয়ে বসবেন বলে যদি ভাবেন, তাহলে সেটা বাড়াবাড়ি হবে। কাজেই ‘আমি কি তোমার ফোন নাম্বারটা পেতে পারি?’ জাতীয় প্রশ্ন দিয়ে কথা শুরু করতে যাবেন না। বরং ‘তোমার হাতে ওই বইটা কি কাজী নজরুল ইসলামের লেখা?’-র মতো প্রশ্ন অনেক বেশি কার্যকর।

৩. এমন কোনও কথা বলুন যেটা সেই পরিবেশে একদম স্বাভাবিক বলে মনে হয়:
কথা শুরু করুন এমন কোনও বিষয়কে কেন্দ্র করে যেটা সেই পরিবেশে একদম স্বাভাবিক বলে মনে হয়। যখন কোনও রেস্তোঁরায় বসে কথা বলছেন কোনও মেয়ের সঙ্গে তখন বলতে পারেন, ‘এখানে আগে কখনও খাইনি, কোন খাবারটা এখানে ভাল হবে বলতে পার?’। বা কোনও বইয়ের দোকানে কোনও মেয়ের সঙ্গে কথা বলতে গিয়ে বলুন, ‘আচ্ছা, যদি কিছু মনে না করো, আমার বোন পড়ে ক্লাস টেনে, ও ক্রাইম থ্রিলারের খুব ভক্ত। আমি তো বইয়ের তেমন খোঁজখবর রাখি না। বোনের জন্মদিনে কী উপহার দেব, কিছু সাজেস্ট করতে পারো?’

৪. এমন কোনও প্রশ্ন করুন যার উত্তর ‘হ্যাঁ’ বা ‘না’-তে দেওয়া সম্ভব নয়:
কোনও বাসে কোনও মেয়ের সঙ্গে আলাপ জমাতে গিয়ে যদি জিজ্ঞাসা করেন, ‘আচ্ছা, এই বাসটা কি ধানমন্ডি যাবে?’, তাহলে সে ‘হ্যাঁ’, ‘না’, অথবা ‘জানি না’ জাতীয় কোনও উত্তর দিয়ে চুপ করে যাবে। সেক্ষেত্রে তারপর তার সঙ্গে কথা এগোনো কঠিন হবে। বরং এমন বলা উচিত এদিকের রাস্তাঘাট ভাল চিনি না। ধানমন্ডি কীভাবে যাব একটু বলতে পারো?’’

৫. ভদ্রতা বজায় রাখুন:
ভদ্রতা আর শালীনতার সীমা অতিক্রম করে কোনওদিন কোনও মেয়েকে ইমপ্রেস করা যায় না। কাজেই আপাদমস্তক ভদ্রতা রেখেই তার সঙ্গে কথা বলুন। মেয়েদের ওড়না টেনে ধরে তার সঙ্গে আলাপ জমিয়ে তার মন জয় করার মতো উদ্ভট ঘটনা সিনেমায় ঘটতে পারে, বাস্তবে ঘটে না।

৬. অন্য কোনও উদ্দেশ্য মাথায় রাখবেন না:
যখন কোনও মেয়ের সঙ্গে প্রথম কথা বলছেন তখন সেই আলাপকে প্রাথমিকভাবে একটা বন্ধুত্বের প্রথম ধাপ বলেই ভাবুন। তারপর সেই সম্পর্ক নিজের ছন্দে যেদিকে এগোয় এগোতে দিন। কিন্তু প্রথম আলাপের সময়েই যদি ভাবেন, ‘একদিন এই মেয়েকেই আমি আমার বউ করব’ বা এই জাতীয় কিছু, তাহলে কিন্তু আপনি স্বাভাবিকভাবে মিশতে পারবেন না তার সঙ্গে। কাজেই এই ধরনের ভাবনাকে প্রথমেই প্রশ্রয় দেবেন না। একেবারে খোলা মনে মিশুন।

*ছেলেদের দেখলে মেয়েরা ওড়না ঠিক করে কেন?  
নারীদের বলা জনপ্রিয় ১৩টি মিথ্যা 

যেসব খাবার উজ্জ্বল রাখবে ত্বক

যেসব খাবার উজ্জ্বল রাখবে ত্বক
Jakir Hossain
 যেসব খাবার উজ্জ্বল রাখবে ত্বক

ত্বকের যত্নে বা ত্বক আরও উজ্জ্বল করতে নানান ধরনের ফেইশল ও ফেইস প্যাক ব্যবহার করা হয়। তবে ত্বক ভিতর থেকে সুস্থ রাখা গেলে তা আরও বেশি উজ্জ্বল হয়ে ওঠে। সম্প্রতি একটি নারী বিষয়ক ম্যাগাজিনে প্রকাশিত প্রতিবেদনে এমন কিছু খাবারের নাম উল্লেখ করা হয়েছে, যেগুলো ত্বককে ভিতর থেকে সুন্দর করতে সাহায্য করে।

তেলজাতীয় মাছ

মাছে রয়েছে বাইয়োটিন, যা দ্রুত দ্রবণীয় ভিটামিন বি। বহু কাজের মধ্যে, এটা শরীরে উপকারী ফ্যাটি অ্যাসিড তৈরি করে এবং অ্যামাইনো এসিড শরীরে শোষণে সহায়তা করে। আর অ্যামাইনো এসিড হল প্রোটিনের ভিত্তি। দেহ গঠনের মূলে রয়েছে প্রোটিন। তাই দেহ এবং ত্বকের সুস্থতার জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ।

চাই বীজ

ওমেগা থ্রি ফ্যাটি এসিড ত্বকের ভিতর থেকে নমনীয় করে তোলে। আর ফ্যাটি এসিডের আদর্শ উৎস হল চাই বীজ এবং আখরোট। যারা নিরামিষ খেতে পছন্দ করেন, তারা মাছের বদলে এ দু’টি খাবার খেয়ে ফ্যাটি এসিডের চাহিদ পুরণ করতে পারবেন।

মিষ্টি আলু

প্রতিদিনের খাবারের তালিকায় রাখার জন্য আদর্শ। এটি শরীরে পানির প্রয়োজন মেটানোর পাশাপাশি ত্বকে আদ্রভাব বজায় রাখতে সাহায্য করে। মিষ্টি আলু ছাড়াও গাজর, পালংশাকের মতো গাঢ় রংয়ের ফলমূল এবং সবজি ত্বকের জন্য উপকারী।

কাজুবাদাম ও সূর্যমুখী ফুলের বীজ

ত্বকের সৌন্দর্য ধরে রাখতে অন্যতম প্রয়োজনীয় উপাদান ভিটামিন ই। আর এই উপাদানে ভরপুর হল কাজুবাদাম এবং সূর্যমুখী ফুলের বীজ। তাছাড়া সূর্যের ক্ষতিকর রশ্মির কারণে ত্বকের ক্ষতি সারিয়ে তুলতেও দারুণ কাজ করে এই দুটি খাবার।

কমলার রস

ফলের রসের থেকে ফল খাওয়া ভালো। তবে কমলার রস ত্বক আদ্র রাখার পাশাপশি ভিটামিন সি-এর চাহিদাও পূরণ করে। ভিটামিন সি এক ধরনের অ্যান্টিঅক্সিডেন্ট তৈরি করে যা ত্বক সুস্থ রাখে।

'কমপ্লেক্স' খাবার

প্রক্রিয়াজাত ও সাদা ময়দা দিয়ে তৈরি খাবার ত্বকে প্রদাহ তৈরির পাশাপাশি ফুসকুড়িও তৈরি করতে পারে। তাই পাস্তা ও সাদা ভাতের পরিবর্তে বিভিন্ন রকম 'কমপ্লেক্স' খাবার, যেমন: যব, মটরশুঁটি-শিম এবং লাল চালের ভাত খাওয়ার অভ্যেস করুন। তাছাড়া এসব খাবারে শর্করার পরিমাণও কম

নারীদের বলা জনপ্রিয় ১৩টি মিথ্যা

নারীদের বলা জনপ্রিয় ১৩টি মিথ্যা
jakir Hossain
নারীদের বলা জনপ্রিয় ১৩টি মিথ্যা
নারীরা প্রায়ই মিথ্যা কথা বলেন। তবে কাউকে কষ্ট দেয়া অথবা তার পুরুষ সঙ্গীর সঙ্গে সম্পর্ক রক্ষার জন্য মিথ্যা বলেন না। পরিবেশ পরিস্থিতি বুঝেই তারা এমনটি করেন। ‘টাইমস অব ইন্ডিয়া’ অবলম্বনে নারীদের জনপ্রিয় ১৩টি মিথ্যা সম্পর্কে জেনে নিন-

১. পুরুষ সঙ্গীকে তারা বলেন, আমিতো তোমার ফোন কলের জন্য কখনোই অপেক্ষা করি না। কিন্তু প্রকৃত সত্য হলো মেয়েরা ফোনের জন্যে অপেক্ষা করে।

২. প্রেমিককে শঙ্কায় ফেলে দেওয়ার মতো নারীদের মিথ্যা হলো আমি তোমাকে সত্যিই অনেক পছন্দ করি। কিন্তু এই পছন্দ কখনো ভালবাসায় রুপান্তরিত হবে তা জানি না।

৩. ভালবাসার গভীরতা বুঝাতে প্রেমিকের প্রতি নারীদের সহজ উক্তি- আমি চাইলে যে কারো সাথে বিছানায় যেতে পারি। ‍কিন্তু তোমার জন্যেই আমার সবকিছু।

৪. প্রেমিক-প্রেমিকা একসাথে কোন রেস্টুরেন্টে খেতে গেলে বেশিরভাগ ক্ষেত্রে ছেলেরাই বিল পরিশোধ করে। এক্ষেত্রেও মেয়েরা বলে থাকে- দেখ, খাবারের বিলটা কিন্তু আমি শেয়ার করব। তুমি সব সময়ই বিল দিবে এটা ভালো লাগে না।

৫. আমি সত্যিই কখনো ভাবতে পারি না যে তোমাকে আমি এতো পচ্ছন্দ করি।

৬. নারীর কাছে সেক্স হচ্ছে একটি মজার বিষয়!

৭. নিরাপদ ভবিষ্যতের জন্যে ধনী পাত্র পচ্ছন্দ নারীর। তবে এই সত্য কখনোই প্রকাশ করে না নারীরা। বরং ছেলেটিকে সবসময় এটিই বোঝায় যে, আমি তোমাকেই ভালোবেসে বিয়ে করেছি, তোমার অর্থ-বৃত্তকে নয়।

৮. প্রেমের শুরুতে পুরুষের প্রতি নারীর অনুরোধ আমি তোমাকে কখনোই বিরক্ত করব না।

৯. তুমিই হচ্ছো সেই পুরুষ যাকে আমি এতোদিন চেয়েছি।

১০. আমি তোমার সাথে বাইরে না যাই ঠিকই তুমি কাউকে খুঁজে নেবে।

১১. ব্রেকআপের সময় নারীর অজুহাত- তোমার কোন দোষ নাই। সব দোষ আমারই।

১২. শ্বশুর বাড়িতে ভালই আছি। যাই হোক তারাতো আমার পরিবার।

১৩. সম্পর্কে শুরুতে নারীর ভাষ্য, তুমি যদি আমার বন্ধু হতে চাও তাহলে কোন আপত্তি নাই। আমিও বন্ধুত্বের কথা ভা

শনিবার দিনটি আপনার কেমন যাবে?

শনিবার দিনটি আপনার কেমন যাবে?
jakir Hossain
 শনিবার দিনটি আপনার কেমন যাবে?
 আজ আপনার জন্মদিন হলে পাশ্চাত্য মতে আপনি কর্কট রাশির জাতক/জাতিকা। আপনার ওপর প্রভাবকারী গ্রহ মঙ্গল ও চন্দ্র । ৯ তারিখে জম্ম হবার কারণে আপনার ওপর মঙ্গলের প্রভাব স্পষ্ট। আপনার শুভ সংখ্যা : ৯, ১৮, ২৭। আপনার শুভ বর্ণ : সাদা ও লাল। শুভ গ্রহ ও বার : সোম ও মঙ্গল। শুভ রত্ন : চন্দ্রকান্ত মণী ও রক্তপ্রবাল।

চন্দ্রাবস্থান : আজ চন্দ্র সিংহ রাশিতে অবস্থান করবে। ৫মী তিথি দুপর ৩:২১ পর্যন্ত পরে ৬ষ্ঠী তিথি চলবে।

মেষ রাশি (২১ মার্চ- ২০ এপ্রিল) : প্রেমিক প্রেমিকাদের দিনটি ভালো যাবে। তবে ভুল বুঝাবুঝি এড়িয়ে চলতে হবে। সন্তানের পড়াশোনা নিয়ে কিছুটা চিন্তায় থাকতে পারেন। কোনো সন্তানের গতিবিধি সন্দেহজনক হতে পারে। নিঃসন্তানদের সন্তান লাভের সম্ভাবনা রয়েছে। আপনার সৃজনশীল কাজ কর্মের প্রশংসা পেতে পারেন।
*নারীদের বলা জনপ্রিয় ১৩টি মিথ্যা

বৃষ রাশি ( ২১ এপ্রিল- ২০ মে) : গৃহস্থালি কর্মকান্ডে ভালো করবেন। জমি ভূমি আবাসন সংক্রান্ত কাজকর্মে সুফল আশা করা যায়। যদি নতুন গৃহ ক্রয়ের বা জমি ক্রয়ের উদ্দেশ্যে কাজ করেন তাহলে সফলতা পাবেন। আজ যানবাহন ব্যবসায়ীরা ভালো লাভ আশা করতে পারেন। মায়ের শরীর স্বাস্থ্য ভালো যাবে। কোনো আত্মীয়র সাহায্যে আর্থিক ভাবে লাভবান হতে পারেন।
*অবিবাহিতা মেয়ে কিভাবে চিনবেন !!

মিথুন রাশি (২১ মে - ২০ জুন) : আজ ছোট ভাই-বোনের জন্য কোনো চাকরীর তদবির করতে ব্যস্ত থাকতে পারেন। প্রতিবেশীদের সাহায্য পাবার সম্ভাবনা। সংবাদ কর্মী ও প্রকাশকদের আজ দিনটি ভালো যাবে। কোনো ভালো সংবাদ পেতে পারেন। আজ আপনার সাহস ও পরাক্রম বৃদ্ধি পাবে। বিরোধিরা আপনার কাছে নতিস্বীকার করতে বাধ্য হবে। পোশাক পরিচ্ছদ ক্রয় করলে লাভবান হবেন।
*যে অঙ্গটি দেখে বুঝতে পারবেন মেয়েটি ভাল না খারাপ

কর্কট রাশি (২১ জুন- ২০ জুলাই ) : জাতিকাদের সঞ্চয়ের প্রচেষ্টা ফলপ্রসু হতে পারে। আজ খুচরা ও পাইকারী ব্যবসায়ীরা ভালো আয় করতে পারবেন। খাদ্য দ্রব্য ও রেস্টুরেন্ট ব্যবসায়ীদের ভালো আয় হবার সুযোগ রয়েছে। বাড়িতে অতিথি সমাগমের যোগ প্রবল। কারো সাথে ঝগড়া বিবাদে না জড়ানোই ভালো। আর্থিক সঙ্কট কেটে গিয়ে ভালো কিছু আয় করার সুযোগ রয়েছে।

সিংহ রাশি (২১জুলাই- ২১ আগষ্ট) : কর্মস্থলে কোনো সহকর্মীর সাহায্যে বিপদ থেকে বেচে যেতে পারেন। শরীর স্বাস্থ্যের প্রতি বিশেষ নজর দিন। কারো প্ররোচনায় নতুন কোনো কাজে হাত না দেওয়াই ভালো। নিজের বুদ্ধিতে চললে ভালো লাভ করার সুযোগ পেয়ে যাবেন। ব্যবসায় কোনো শত্রুর অপতৎপরতা প্রতিহত করতে সক্ষম হবেন।

কন্যা রাশি (২২ আগষ্ট- ২২ সেপ্টেম্বর) : ব্যয় বৃদ্ধির সম্ভাবনা প্রবল। বুঝে শুনে খরচ করতে পারলে ভালো। আজ আমদানী রপ্তানী ব্যবসায়ীরা ভালো সুযোগ পেয়ে যাবেন। ব্যবসা সংক্রান্ত কাজে হঠাৎ বিদেশে যাবার সুযোগ আসবে। যারা ছুটিতে বাড়িতে যেতে পারেন নি, তাদের বাড়িতে যাবার সুযোগ চলে আসবে। ব্যাংকার ও শিক্ষকরা ভালো সংবাদ পেয়ে যাবেন।

তুলা রাশি (২৩ সেপ্টেম্বর- ২১ অক্টোবর) : আজ যৌথ কারবারে কোনো প্রভাবশালী বন্ধুর আনুকূল্য আশা করতে পারনে। পেশাজীবীদের ভালো আয় করার যোগ রয়েছে। ব্যবসায়ীদের বকেয়া টাকা আদায় হবার সম্ভাবনা। শিক্ষার্থীরা বড় ভাই-বোনের কাছ থেকে কিছু আর্থিক সহায়তা পেয়ে যাবেন। সামাজিক যোগাযোগ শুভ।

বৃশ্চিক রাশি (২২ অক্টোবর-২০নভেম্বর ) : আজ কর্মকর্তারা বিশেষ কোনো সুবিধা পেতে পারেন। কর্মস্থলে দায়িত্ব বৃদ্ধির সুযোগ পেয়ে যাবেন। বেসরকারী চাকরী প্রত্যাশিদের চাকরী সংক্রান্ত যোগাযোগ শুভ। প্রয়োজনে কোনো প্রভাবশালী ব্যক্তির সুপারিশ কাজে আসতে পারে। ব্যবসায়ীদের ব্যবসা সংক্রান্ত কোনো মিটিং ফলপ্রসু হবার সম্ভাবনা রয়েছে।

ধনু রাশি (২১ নভেম্বর - ২০ডিসেম্বর) : উচ্চ শিক্ষার জন্য বিদেশে যাবার প্রচেষ্টা ফলপ্রসু হবার সম্ভাবনা প্রচুর। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা পরীক্ষা সংক্রান্ত ব্যস্ততায় থাকবেন। প্রবাসীদের দিনটি ভালো যাবে। নতুন কোনো দেশে যাবার সুযোগ চলে আসবে। আজ ব্যবসায়ীদের ভাগ্য সহায় হবে। ধর্মীয় ও আধ্যাত্মীক কাজ কর্ম শুভ।

মকর রাশি (২১ ডিসেম্বর- ২০ জানুয়ারী ) : আপনার ঋণ সংক্রান্ত কোনো জটিলতা দেখা দিতে পারে। আজ কারো অসুস্থতার খবরে কিছুটা বিচলিত হতে পারেন। রাস্তাঘাটে সাবধানে চলাফেরা করুন। দিনভর কাজের চাপে ব্যস্ত থাকতে পারেন। বাড়তি দায়িত্ব সামলাতেই অস্থির হয়ে পড়বেন। ঝুঁকিপূর্ণ যাবতীয় কাজ থেকে নিজেকে বিরত রাখুন।

কুম্ভ রাশি (২১ জানুয়ারী - ১৮ ফেব্রুয়ারী ) : জীবন সাথীর সাহায্যে নতুন কোনো কাজ আরম্ভ করতে পারেন। আজ ব্যবসায়ী ভাই-বোনেরা কিছু নতুন সুযোগ পেয়ে যেতে পারেন। আপনার ব্যবসা বাণিজ্যে নতুন কোনো চুক্তি হবার সম্ভাবনা রয়েছে। শিশু খাদ্য ও বস্ত্র ব্যবসায় ভালো আয় হবার সম্ভাবনা দেখা যায়। হঠাৎ করে খামারিদের কোনো ঝামেলায় পড়তে হতে পারে।

মীন রাশি (১৯ ফেব্রুয়ারী - ২০ মার্চ) : শরীর স্বাস্থ্যের উন্নতি আশা করা যায়। দীর্ঘমেয়াদী পেটের পীড়ায় আক্রান্তদের পেটের পীড়া কমে আসবে। আজ আপনার ব্যবসায় কোনো নতুন সিদ্ধান্ত নিতে হবে। পারিবারিক পরিবেশ অনুকূল থাকবে। দাম্পত্য সুখ শান্তি ফিরে পাবেন। নির্মান ব্যবসায়ী ও লোহা সিমেন্ট ইটের ব্যবসায়ীরা কিছুটা ঝুঁকির মধ্যে থাকতে পারেন।